আমুদরিয়া নিউজ: ধর্ষণের অভিযোগে বীরভূমের রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কুকে বহিষ্কার করল তৃণমূল। বৃহস্পতিবার রামপুরহাটে দলীয় কার্যালয়ে রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বই অভিযুক্তকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। অভিযুক্ত কাউন্সিলর দলের সংশ্লিষ্ট শহর কমিটির সহ-সভাপতি ছিলেন। বুধবারই তাঁর বিরুদ্ধে জেলার থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। তার ভিত্তিতে পুলিশ ধর্ষণের মামলা রুজু করে। অভিযোগ ওঠার পর ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই অভিযুক্ত কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল।
 
			 
					 
		 
		 
		 
		