আমুদরিয়া নিউজ: নেপালে এভারেস্টের বেস ক্যাম্পের কাছে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। বুধবার সকালে এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে পাইলট বিবেক খড়কার। জানা গিয়েছে, প্রবল তুষারপাতের কারণে খুম্বু অঞ্চলের লোবুচেমে একদল পর্যটক আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করতেই কপ্টারটি এদিন সকালে লুকলা থেকে রওনা দিয়েছিল। অবতরণের সময় প্রবল তুষারপাতের কারণে কপ্টারটি পিছলে যায়। তারপরই এটি ভেঙে পড়ে। কোনও মতে প্রাণ বাঁচিয়ে চপারটি থেকে বেরিয়ে আসেন পাইলট। দুর্ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন। আহত ওই পাইলট লুকলার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্রের খবর, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।