আমুদরিয়া নিউজ: বাংলাকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। সোমবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এদিকে ১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করতে বলেছিল হাই কোর্ট। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্র। সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয়। ফলে ১০০ দিনের কাজ শুরু হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্পে বেলাগাম দুর্নীতির অভিযোগ ওঠায় কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেয়। পরে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ফের রাজ্যে ওই প্রকল্প চালু করার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘কোনও কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না।’ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। কিন্তু এদিন সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়ই বহাল রাখে।