আমুদরিয়া নিউজ: রোগীর আত্মীয়ের শ্লীলতাহানির অভিযোগে ভারতীয় পুরুষ নার্সকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল সিঙ্গাপুরের আদালত। তাঁকে ১ বছর ২ মাসের কারাবাস ও দু’ঘা বেত মারার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তের নাম ইলিপ সিভা নাগু (৩৪)। তিনি গত জুনে এক হাসপাতালে কর্মরত অবস্থায় রোগীর আত্মীয়ের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। অভিযুক্ত জানিয়েছেন হাসপাতালের শৌচাগারে তাঁর শরীর জীবাণুমুক্ত করার অছিলায় ওই নার্স সাবানমাখা হাতে তাঁর শ্লীলতাহানি করেন। ঘটনার পরপরই গ্রেপ্তার হন ইলিপ। এমনকি অভিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।