আমুদরিয়া নিউজ: পাক ক্রিকেট বোর্ডে বড় দায়িত্ব পেলেন টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ‘কনসালটান্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স অ্যাফেয়ার্স’ হিসাবে নিয়োগ করা হয়েছে শানকে। অর্থাৎ, পাকিস্তানের জাতীয় দলে খেলা ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের একটি যোগসূত্র হিসাবে কাজ করবেন শান। অর্থাৎ, খেলার পাশাপাশি প্রশাসক হিসাবেও এ বার থেকে দায়িত্ব সামলাতে হবে শানকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতি দিয়ে শান মাসুদের নতুন ভূমিকার কথা জানিয়েছে। পাকিস্তানের হয়ে ৪২টি টেস্টে ২৩৮০ রান করেছেন মাসুদ। ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন।