আমুদরিয়া নিউজ: দীপাবলি মিটতেই চরম পর্যায়ে পৌঁছেছে দিল্লির দূষণ। এই পরিস্থিতিতে প্রথমবার দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর সিদ্ধান্ত নিল দিল্লির বিজেপি সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেছেন কৃত্রিমভাবে ‘ক্লাউড সিডিং’ বা মেঘ জমিয়ে আগামী ২৯ অক্টোবর দিল্লিতে বৃষ্টি নামানো হবে। জানা যাচ্ছে, বৃষ্টি নামানোর জন্য উত্তর-পশ্চিম ও দিল্লির পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে বিমান ওড়ানো হবে। সেখানে জলিয় বাষ্পপূর্ণ মেঘের উপর সিলভার আয়োডিনের ন্যানোপার্টিকেল, আয়োডাইজড নুন ও রকসল্টের মিশ্রন ছড়ানো হবে। যা মেঘের জলীয় বাষ্পকে সম্পৃক্ত করবে এবং বৃষ্টি নামাবে। এই উদ্যোগে দিল্লি সরকারকে সাহায্য করছে কানপুর আইআইটি। এই উদ্যোগের জন্য সরকারের খরচ পড়ছে ৩.২১ কোটি টাকা।