আমুদরিয়া নিউজ: ভাইফোঁটার দুপুরে রংমিলান্তি পোশাকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন ঘণ্টা দেড়েক মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন তাঁরা। বেরিয়ে শোভন বলেন, “প্রতিবছরই আসি, দিদির আশীর্বাদ নিই। দিদি মন ভরে আশীর্বাদ করেছেন, এটাই বড় পাওয়া। দিদি আমার অভিভাবক।” অন্যদিকে বৈশাখীর কথায়, “দিদি ভাইয়ের পাশাপাশি বোনেদেরও ফোঁটা দেন। ওনাকে কাছে পাওয়া, গল্প করা-এটা বড় পাওনা।” প্রসঙ্গত, একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন শোভন। যদিও খুব অল্প সময়েই মোহভঙ্গ হয় মুখ্যমন্ত্রীর প্রিয় কাননের। মুখ্যমন্ত্রী সম্প্রতি তাঁকে ফের প্রশাসনিক দায়িত্বে এনেছেন— এনকেডিএ-র চেয়ারম্যান হিসেবে।