আমুদরিয়া নিউজ: হোয়াইট হাউসের গেটে সজোরে ধাক্কা গাড়ির! মঙ্গলবার রাতের ঘটনা। গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টা ৩৭ মিনিট নাগাদ হোয়াইট হাউসে ঢোকার আগে যে সিকিউরিটি গেট থাকে, সেই গেটে সজোরে ধাক্কা মারে একটি চার চাকার গাড়ি। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। নিরাপত্তারক্ষীরা ছুটে এসে ঘাতক গাড়িটি আটক করে। গ্রেপ্তার করা হয় চালককেও। সেই সময় হোয়াইট হাউসের ভিতরে কাজে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন চালক এমন কাণ্ড ঘটালেন, তা জানতে শুরু হয়েছে তদন্ত।