আমুদরিয়া নিউজ: দিল্লিতে সাংসদদের সরকারি আবাসনে ভয়াবহ আগুন। শনিবার দুপুরে দিল্লির বিডি মার্গে অবস্থিত বহুতল ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে দমকলের ছয়টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আন্দাজ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণও স্পষ্ট নয়। সংসদ ভবন থেকে ২০০ মিটার দূরে রয়েছে এই বহুতল। ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বহুতলটির উদ্বোধন করেন। বিভিন্ন দলের বহু সাংসদ ওই অ্যাপার্টমেন্টে থাকেন। তৃণমূলের সুব্রত বক্সি, মমতা বালা ঠাকুর, সাগরিকা ঘোষ, সাকেত গোখলের ফ্ল্যাটও রয়েছে ওই অ্যাপার্টমেন্টে।
