আমুদরিয়া নিউজ: মোবাইল কেনার জন্য সমস্ত অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ১০ হাজার টাকা দিল রাজ্য। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সই করা প্রীতি ও শুভেচ্ছা সম্বলিত একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে- এই আশা রাখি। আমি সব সময় আপনাদের পাশে আছি।’ প্রসঙ্গত, রাজ্যে ১লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন। ৭২ হাজার আশাকর্মী রয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে ঘোষণা করেছিলেন, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা। এই টাকায় তাঁরা স্মার্ট ফোন কিনতে পারবেন। সেই টাকাই ঢুকল এ বার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সরকারের এই পদক্ষেপে উচ্ছ্বসিত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা।
