আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ। শনিবার ভোরে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৭০। জানা গিয়েছে, শুক্রবার আচমকাই অসুস্থবোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বহু বছর ধরে কাঁথাশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন নীলাঞ্জনা। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে লিখেছেন, ‘আমি শোকবিহ্বল। গৌতমদাকে সান্ত্বনা জানানোর কোনও ভাষা আমার জানা নেই। তবু তাঁকে মন শান্ত রেখে তাঁর কাজ চালিয়ে যেতে অনুরোধ করব।’ জানা গিয়েছে, এদিন বিকেলেই কেওড়াতলা মহাশ্মশানে নীলাঞ্জনার শেষকৃত্য সম্পন্ন হবে।