আমুদরিয়া নিউজ: শনিবার ১৮ অক্টোবর ধনতেরস। ধনতেরাসের শুভ দিনে গয়না, নতুন গাড়ি, মোবাইল, বাসনের মতো জিনিস কেনার চল রয়েছে। তবে আপনি যদি কী কিনবেন তা নিয়ে বিভ্রান্ত থাকেন, তাহলে জেনে নিন কী কিনবেন আর কী কিনবেন না।
কী কিনবেন?
লক্ষ্মী-গণেশের ছবিযুক্ত রুপো বা সোনার কয়েন কেনা অত্যন্ত শুভ।
রুপো, তামার বাসনপত্রও কিনতে পারেন।
সোনার যে কোনও রকমের গয়না তো কিনতেই পারেন।
পেন কিনতে পারেন।
স্বস্তিক চিহ্ন কিনে দরজার সামনে লাগাতে পারেন বা ঝাড়ু কিনতে পারেন।
কী কিনবেন না
সাধারণ লোহা কিংবা লোহা দিয়ে তৈরি কোনও বস্তু, স্টিলের সামগ্রী কিনবেন না।
কাচের বাসন, শো-পিস, ফটো ফ্রেম এমন কিছুই কিনবেন না।
ছুরি, কাঁচি, পিন বা সূঁচের মতো ধারালো কোনও জিনিস এই দিনে কেনা থেকে বিরত থাকুন।
ধনতেরাসের দিন ঘি বা তেল কেনা শুভ নয়।
কালো রঙের যে কোনও পণ্য যেমন পোশাক বা ব্যাগ বা জুতো বাড়িতে আনবেন না।
ভুল করেও খালি কলসি বাড়িতে আনবেন না।