আমুদরিয়া নিউজ: ‘বাংলার সমাজ এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে শিশুকন্যারা নিরাপদ নয়।’ শুক্রবার রাজভবনে একটি বই প্রকাশ অনুষ্ঠান শেষে দুর্গাপুর ধর্ষণ কাণ্ডের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সাংবাদিকদের তিনি বলেন, “আমি নিজে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেছি। গোটা ঘটনার উপর নিজের মূল্যায়ন করেছি— কী প্রতিকার নেওয়া উচিত, কী পদক্ষেপ প্রয়োজন, কোন বিষয়কে অগ্রাধিকার দিতে হবে— সবই পর্যালোচনা করেছি। এরপর আমি বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আমার নিজের পর্যবেক্ষণ ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনার ভিত্তিতে বলতে পারি, বাংলার সমাজ এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে কন্যাশিশুরা নিরাপদ নয়।” রাজ্যপালের মন্তব্যে তুঙ্গে বিতর্ক।