আমুদরিয়া নিউজ: রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে ভারত! বুধবার চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর আরও বক্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি এ ব্যাপারে ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন। যে নয়া দিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবে। বুধবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “উনি (মোদী) আমায় আজ আশ্বাস দিয়েছেন যে, রাশিয়া থেকে তাঁরা আর তেল কিনবেন না। আমরা চাই চিনও একই পথে হাঁটুক।” ট্রাম্প আরও বলেন, “মোদি আমার বন্ধু, আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।” তবে ট্রাম্প জানিয়েছেন, ভারত অবিলম্বে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে পারবে না। তাঁর কথায়, “এটা একটা প্রক্রিয়া, সঙ্গে সঙ্গে বন্ধ করা সম্ভব নয়। কিন্তু খুব শিগগিরই সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।” যদিও গোটা বিষয় নিয়ে ভারতের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
