আমুদরিয়া নিউজ: ফের একবার বড় সংখ্যক কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যামাজন। সূত্রের খবর, এ বার প্রায় ১৫ শতাংশ কর্মী কমাবে তারা। বচেয়ে বেশি কোপ পড়বে এইচআর বিভাগের উপরে! ঠিক কত জন কর্মী চাকরি হারাতে চলেছেন বা কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। কয়েক মাস আগেই সংস্থার অন্দরে অল্প সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছিল। মূলত পডকাস্ট শাখা ‘ওয়ান্ডারি’ এবং ‘আমাজন ওয়েব সার্ভিস’ থেকেই মূলত কিছু কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছিল। অ্যামাজন ক্রমশই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে ঝুঁকছে। আর এই ছাঁটাইয়ের এটাই মূল কারণ বলে দাবি বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, এর আগে ২০২২-২৩ সালের মধ্যে অ্যামাজন ২৭ হাজার কর্মী ছাঁটাই করেছে। সেই সময়ে যুক্তি দেওয়া হয়েছিল যে কোভিডকালে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছিল, যা বর্তমানে আর প্রয়োজন নেই।
