আমুদরিয়া নিউজ: দীপাবলিতে দিল্লি সহ এনসিআর এলাকায় গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। গ্রিন ক্র্যাকার পোড়ানোর অনুমতি চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানানো হয়েছিল। বুধবার সেই আবেদনে সাড়া দিল প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। তবে আদালত জানিয়েছে, দিল্লি-এনসিআরে আতশবাজি পোড়ানোর অনুমতি মিলবে শুধু ১৮ থেকে ২১ অক্টোবর— চার দিন। ওই দিনগুলিতে সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত আতশবাজি পোড়ানোর অনুমতি দিয়েছে আদালত। বাজি বিক্রির উপরও কিছু নিয়ম বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। বাজি কেনাবেচার সময় টাকার লেনদেন হবে কিউআর কোডের মাধ্যমে। অনুমোদিত দোকানদারেরাই কেবল বাজি বিক্রির অনুমতি পাবেন।