আমুদরিয়া নিউজ: বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের তুতো বোন দিব্যা গৌতম। পাটনা দিঘা বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম লিবারেশন প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন প্রয়াত অভিনেতার বোন। সোমবারই দলের তরফে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে দিব্যা গৌতমের নাম ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, বুধবার মনোনয়ন জমা দেবেন তিনি। জানা গিয়েছে, পাটনা কলেজে সাংবাদিকতা নিতে পড়াশোনা করেছেন দিব্যা গৌতম। জার্নালিজম অ্যান্ড মাসকমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তাঁর। পাটনার উইমেন’স কলেজে সহকারী অধ্যাপক হিসেবেও নিযুক্ত ছিলেন। বিহারের বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট পেতেই দিব্যা জানিয়েছেন, তিনি কোনও দলের হয়ে রাজনীতি করতে আসেননি। বরং মানুষের পাশে দাঁড়ানোই তাঁর লক্ষ্য।