আমুদরিয়া নিউজ: দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি ছাত্রীর ‘গণধর্ষণের’ ঘটনায় দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নাসিরউদ্দিন শেখ। এনিয়ে এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল চার। এখনও অধরা একজন। গত শুক্রবার, ১০ অক্টোবর দুর্গাপুরের পরাণগঞ্জে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। বন্ধুর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী। অভিযোগ, তখনই পরাণগঞ্জে জঙ্গলের জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ করা হয়। সেই ঘটনায় মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তরুণী। তাদের মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে।
