আমুদরিয়া নিউজ: বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোনের মুকুটে জুড়ল আরও একটি পালক। দেশের প্রথম মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচারের ‘দূত’ হলেন তিনি। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে। মন্ত্রী জে পি নাড্ডা জানান, ‘দেশবাসীর মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সময় এসেছে। এই কাজের জন্য মন্ত্রক দীপিকা পাড়ুকোনকে সঙ্গী হিসেবে চাইছে। তাঁর যথাযথ সহযোগিতায় আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে আরও বেশি মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সক্ষম হব।’ নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত দীপিকা জানিয়েছেন, ‘আমি এত বড় সম্মান পেয়ে গর্বিত। মন্ত্রকের সঙ্গে কাজ করব এবং দেশের মানসিক স্বাস্থ্যকে আরও মজবুত করে তুলতে পারব বলে আশা করছি।’