আমুদরিয়া নিউজ: আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এসেছেন ভারত সফরে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর শুক্রবার দিল্লির আফগান দূতাবাসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেই প্রেস কনফারেন্সে কোনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। যাঁরা ছিলেন, তাঁরা সবাই পুরুষ। কয়েকজন মহিলা সাংবাদিক প্রবেশ করতে চাইলেও, তাদের বাধা দেওয়া হয়। ই ঘটনা সামনে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। শনিবার কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, নয়াদিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনের বিষয়ে তাদের ‘কোনও ভূমিকা’ নেই। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সাংবাদিক সম্মেলনের আমন্ত্রণপত্র তাঁরা পাঠায়নি। মুম্বইয়ে অবস্থিত আফগানিস্তানের কনসাল জেনারেল তাঁদের নির্বাচিত সাংবাদিকদের কাছে এই আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।