আমুদরিয়া নিউজ: রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী সপ্তাহ থেকেই ওই নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সেই নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। প্রাথমিকে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ পরীক্ষা ‘টেট’-এর প্রশ্নে ‘ভুল’ সংক্রান্ত মামলার নিষ্পত্তি হওয়ার আগেই কেন নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু হচ্ছে, তা নিয়ে প্রশ্ন চাকরিপ্রার্থীদের একাংশের। চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০১৭ এবং ২০২২ সালের ‘টেট’-এ প্রায় ২০টি প্রশ্ন ভুল রয়েছে। ওই ২০টি প্রশ্নের নম্বর পেয়ে গেলে তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। সেই বিষয়ে মামলা ইতিমধ্যেই বিচারাধীন হাইকোর্টে। সেই মামলার নিষ্পত্তি হওয়ার আগেই নতুন নিয়োগ প্রক্রিয়া কেন শুরু তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। হাই কোর্টের বিচারপতি ওম নারায়ণ রাই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
