আমুদরিয়া নিউজ: রবিবার ভোর থেকেই ভয়ঙ্কর বৃষ্টিতে চরম দুর্যোগ নামে উত্তরবঙ্গে। কোথাও ভেঙে গিয়েছে ব্রিজ। ফুঁসছে নদী। জলের তোড়ে বাড়িঘর-দোর ভেসে গিয়েছে। পানীয় জলে মিশেছে বন্যার জল। ঘরে ঘরে পেটখারাপ-জ্বর। এমন অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিলেন চিকিৎসক ইরফান মোল্লা । নাগরাকাটার বিএমওএইচ ডাঃ মোল্লার এই দুঃসাহসিক কাজের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চিকিৎসকের কথায়, ‘‘আহত, জখম মানুষের উপায় নেই স্বাস্থ্যকেন্দ্রে আসার। তাই আমাদেরই পৌঁছে যেতে হচ্ছে গ্রামে গ্রামে। রবিবার থেকে এই কাজটাই করে চলেছি।’’ ইরফান আরও জানান , সেই সময়ে ভয় কাজ করেনি। বরং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ বেশি অনুভব করেছেন তিনি।
