আমুদরিয়া নিউজ: ২০০৬ সালের মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। দীর্ঘ কয়েক বছর আইনি লড়াই এবং কারাবাসের পর তিনি সকল অভিযোগ থেকে মুক্তি পান। সেই বিশিষ্ট আইনজীবী, আব্দুল ওয়াহিদ শেখকে আওরঙ্গবাদের এমজিএম বিশ্ববিদ্যালয় ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি প্রদান করল। এক আনুষ্ঠানিক সমাবর্তন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর বিলাস সাকপাল এই ডিগ্রি প্রদান করেন। ডঃ শেখের গবেষণার বিষয় ছিল রাজনৈতিক বন্দীদের লেখা বই ও সাহিত্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ শেখ বলেন, “এই পিএইচডি কেবল একটি একাডেমিক মাইলফলক নয়, বরং কারাগারের ন্যায়বিচারের জন্য আমার সংগ্রামের ধারাবাহিকতা। কারাগারের সাহিত্য হলো নীরবদের কণ্ঠস্বর, কারাগারের অন্তরালে থাকা ব্যক্তিদের সাক্ষ্য এবং আমাদের সমাজের বিবেকের প্রতিচ্ছবি।”
