আমুদরিয়া নিউজ: আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বৃহস্পতিবার রাতে পুলিশের টহলদার গাড়ি নিশানা করে বিস্ফোরণ। ঘটনায় চার পুলিশকর্মী-সহ ন’জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন চার জন। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর পুলিশি টহলদারি দলকে নিশানা করে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে সন্দেহভাজন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর বিদ্রোহীরা। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে টিটিপি-সহ একাধিক জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পাক সেনা। সেনার দাবি, খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে শতাধিক বিদ্রোহীকে নিকেশ করা হয়েছে। তবুও টিটিপি-র এই প্রত্যাঘাত স্পষ্ট করে দিল, জঙ্গি নেটওয়ার্ক এখনও সক্রিয়।
