আমুদরিয়া নিউজ: চলতি মাসেই ফের শুরু হতে চলেছে ভারত-চীন সরসারি বিমান পরিষেবা। বৃহস্পতিবার এ কথা ঘোষণা করল ভারতীয় বিদেশ মন্ত্রক। কেন্দ্রের তরফে বিবৃতি পেশ করে বলা হয়েছে, দীর্ঘ আলোচনার পরে দুই দেশ ঐক্যমত্যে এসেছে এবং সিদ্ধান্ত হয়েছে, ২৬ অক্টোবর থেকে আবার ভারত এবং চিনের মধ্যে চালু হবে সরাসরি বিমান পরিষেবা। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর থেকে বন্ধ ছিল দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা। এ বার দুই দেশের মধ্যে আবার সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে। বিদেশ মন্ত্রকের ঘোষণার পরেই ইন্ডিগো বিমান সংস্থা জানিয়েছে, ২৬ অক্টোবর থেকে কলকাতা এবং গুয়াংঝৌয়ের মধ্যে রোজ বিমান চলবে। ক্রমে দিল্লি এবং গুয়াংঝৌয়ের মধ্যেও এই সরাসরি বিমান পরিষেবা চালু হবে।
