আমুদরিয়া নিউজ: সরকারবিরোধী বিক্ষোভে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীর। সোমবার থেকে আওয়ামি অ্যাকশন কমিটি (AAC)-র ডাকে অনির্দিষ্টকালের জন্য শাটার ডাউন ও হুইল জ্যাম ধর্মঘট শুরু হয়েছে। পথে নেমে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে হাজার হাজার মানুষকে। আন্দোলনকে দমাতে রবিবার রাত থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। পাশাপাশি মোতায়েন করা হয়েছে হাজার হাজার সেনা ও পুলিশ। পাক সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছে অধিকৃত কাশ্মীর। অভিযোগ, গোটা অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও পানীয় জলের অভাব গুরুতর। এদিন হাজার হাজার মানুষ ব্যানার হাতে নিয়ে পথে নেমেছে। মোট ৩৮ দফা দাবি রয়েছে তাদের। তার মধ্যে অন্যতম হল কাঠামোগত সংস্কার। পাশাপাশি অধিকৃত কাশ্মীরের বিধানসভায় পাকিস্তানের বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য ১২ আসনের সংরক্ষণ বাতিল করার দাবিও জানানো হয়েছে।
