আমুদরিয়া নিউজ: এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে সেই জয় সেনা এবং পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে উৎসর্গ করেছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে নিজের ম্যাচ ফি-র পুরোটাই ভারতীয় সেনাকে দান করলেন তিনি। ভারত অধিনায়ক বললেন, “হয়তো আবার বিতর্ক হবে। অবশ্য বিতর্কের কিছু নেই। এটা আমার তরফে একটা সম্মান। আমি ব্যক্তিগতভাবে এশিয়া কাপের সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় সেনাকে উৎসর্গ করতে চাই। এটাই সেনার প্রতি আমার সম্মান।” ফাইনাল শেষ হওয়ার পর সকলের নজর ছিল, কার হাত থেকে ট্রফি নেন সূর্যেরা। পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। ভারতীয় বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হলেও পাক বোর্ডের চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। শেষমেশ নকভি ট্রফি নিয়েই চলে যান। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।