আমুদরিয়া নিউজ: গণ- অভ্যুত্থানের ১৮ দিন পরে প্রথমবার জনসমক্ষে এলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শনিবার ভক্তপুরে তাঁর দল সিপিএন (ইউএমএল)-এর ছাত্র ও যুব সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। গত ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন ওলি। এতগুলি দিন কোনও হদিশ পাওয়া যায়নি ওলির। সূত্রের খবর, এতদিন ধরে নেপাল সেনার নিরাপত্তায় ছিলেন তিনি। পরে তাকে অস্থায়ী বাসভবনে স্থানন্তর করা হয়। রাজনৈতিক মহলের দাবি, নেপালের ক্ষমতার রাশ ফের নিজের দখলে আনতে চান ওলি। সেই লক্ষ্যেই দেশের যুব সমাজের মন বুঝতে ওলির এই প্রকাশ্য সমাবেশ।
