আমুদরিয়া নিউজ: শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে গিয়ে চোটের কবলে অভিষেক শর্মা ও হার্দিক পাণ্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওভার বল করার পরই পেশিতে টান অনুভব করেন হার্দিক। সেই যে মাঠ ছাড়লেন আর ফেরেননি। অন্যদিকে অভিষেক শর্মাও ফিল্ডিং করার সময় নবম ওভারে পেশিতে টান নিয়ে মাঠ ছাড়েন। তিনিও আর মাঠে ফেরেননি। ডাগআউটে তাঁদের দেখা যায় হ্যামস্ট্রিংয়ে বরফ লাগিয়ে বসে রয়েছেন। এই অবস্থায় দুজনের ফাইনাল খেলা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। ভারতের বোলিং কোচ মরনি মরকেল অবশ্য জানিয়েছেন, দু’জনেরই পেশিতে টান ধরেছিল। তেমন গুরুতর কিছু নয়। মর্কেল সাফ জানিয়েছেন, ক্রিকেটারদের বিশ্রাম প্রয়োজন। শনিবার ভারতীয় দলের অনুশীলনও বাতিল করা হয়েছে।