আমুদরিয়া নিউজ: ২০ বছরের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি। মরশুম শেষেই ফুটবলকে বিদায় জানাবেন সার্জিও বুস্কেটস। বার্সেলোনা ও স্পেনের প্রাক্তন এই মিডফিল্ডার বর্তমানে ইন্টার মায়ামিতে খেলছেন। বিদায়বার্তায় বুস্কেটস লিখেছেন, ‘সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ। ফুটবলের থেকে যা পেয়েছি কৃতজ্ঞ। আমার সুন্দর গল্পে আজীবন সমর্থকরা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে।’ তিনি আরও জানিয়েছেন, ‘বার্সেলোনা ক্লাব আমার জীবন। সেখানে আমি আমার ছোটবেলার স্বপ্নপূরণ করতে পেরেছি। ক্যাম্প ন্যুতে আমি বহু অসাধারণ মুহূর্ত উদযাপন করেছি। সেই মুহূর্তগুলো কখনই ভুলব না। ইন্টার মায়ামিকেও ধন্যবাদ। তাদের সফরে আমাকে অংশীদার করার জন্য।’ তিনি স্পেনের হয়ে খেলেছেন ১৪৩টি ম্যাচ। দলের মিডফিল্ডে মূল ভরসা হয়ে ছিলেন ২০১০ সালের বিশ্বকাপ জয় এবং ২০১২ সালের ইউরো জয়ের সময়। জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে মিলে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ড ত্রয়ী গড়ে তুলেছিলেন তিনি। ২০২২ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ান। ক্লাবজীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়। বার্সেলোনার হয়ে ৪৮১ ম্যাচে ১১টি গোল আছে বুস্কেটসের। ২০২৩-এ চলে আসেন ইন্টার মায়ামিতে।