আমুদরিয়া নিউজ: বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী, পুত্র-সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তাদের চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালি স্বামী দানিশ শেখ এবং আট বছরের পুত্রকে নিয়ে গত কয়েক বছর ধরে দিল্লির রোহিণী এলাকার ২৬ সেক্টরে থাকছিলেন। গত ১৮ জুন বাংলাদেশি সন্দেহে হঠাৎই তাঁদের আটক করে দিল্লির কে এন কাটজু মার্গ থানার পুলিশ। তার পর সোনালি-সহ পাঁচ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি। সোনালি ন’মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই হাই কোর্টকে দ্রুত সোনালির মামলা শোনার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। সোনালিদের আইনজীবী হাই কোর্টে জানিয়েছেন, তাঁরা বীরভূমের বাসিন্দা। বাংলাদেশের নন। প্রমাণ হিসাবে জমির নথি, সোনালির বাবা এবং ঠাকুরদার ভোটার কার্ডও জমা করা হয়েছে। সোনালির আট বছরের সন্তানের জন্মের শংসাপত্রও দেওয়া হয়েছে আদালতে। আদালত জানিয়েছে, সোনালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল। কেন্দ্রকে অবিলম্বে তাঁদের দেশে ফিরিয়ে আনতে হবে। আপাতত কলকাতা হাইকোর্টের এই নির্দেশ মুলতুবি রাখার আবেদন ছিল কেন্দ্রের। ওই আবেদনও নাকচ করে দেয় আদালত।