আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৫- এ সেরা অভিনেতার নমিনেশন পেলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। ইমতিয়াজ আলি পরিচালিত নেটফ্লিক্স বায়োপিক ড্রামা অমর সিং চমকিলায় তাঁর অসাধারণ অভিনয়ের জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন দিলজিৎ। পাঞ্জাবি গায়ক এবং তার স্ত্রীর বাস্তব জীবনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। জনপ্রিয়তার শিখরে থাকা অমর সিং চমকিলাকে মাত্র ২৭ বছর বয়সে গুলি করে হত্যা করা হয়েছিল। ছবিতে চামকিলার চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ এবং তাঁর গায়িকা-স্ত্রী অমরজোতের চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। গত বছর ১২ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল এই ছবি।