আমুদরিয়া নিউজ: নিটে ৯৯.৯৯ পার্সেন্টাইল পেয়েও ডাক্তার হতে চাননি। তাই মেডিকেল কলেজে ভর্তির দিনই আত্মহত্যা করলেন ১৯ বছর বয়সি এক পড়ুয়া। ঘটনাটি মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার। জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম অনুরাগ অনিল বোরকার। পরিবার সূত্রে জানা গেছে, অনুরাগ সম্প্রতি নিট ইউজি ২০২৫ পরীক্ষায় ৯৯.৯৯ পার্সেন্টাইল পেয়েছিলেন। অল ইন্ডিয়া র্যাঙ্ক পান ১৪৭৫। যোগ্যতার ভিত্তিতে উত্তরপ্রদেশের গোরখপুর মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার কথা ছিল তাঁর। মঙ্গলবার ছিল ভর্তির দিন। ওইদিন সকালেই নিজ বাড়িতেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অনুরাগ। অনুরাগের ঘর থেকে সুইসাইড নোটও উদ্ধার হয়। তাতে লেখা, ‘‘আমি ডাক্তার হতে চাই না।’’ ঘটনার জেরে মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত করছে পুলিশ।