আমুদরিয়া নিউজ: মঙ্গলবার দিল্লির বিজ্ঞানভবনে অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের হাতে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পয়লা আগস্টেই চলতিবারের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার বিজয়ীদের হাতে জাতীয় সম্মানের স্মারক তুলে দিলেন রাষ্ট্রপতি। ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখোপাধ্যায়ও। প্রসঙ্গত, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘কাঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’। তিন-তিনটে জাতীয় পুরস্কার পেয়েছে টিম ‘সাম বাহাদুর’।