আমুদরিয়া নিউজ: প্রসূতিরা প্যারাসিটামল খেলে হবু সন্তানের অটিজমের ঝুঁকে থাকে। তাই গর্ভবতী মহিলাদের অ্যাসিটামিনোফেন (টাইনোলান বা প্যারাসিটামল) না খাওয়ার পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিক বৈঠক করে প্যারাসিটামলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, “আমেরিকায় অটিজম অসুখ ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমার ধারনা, আমরা হয়ত এর কারণ খুঁজে পেয়েছি। কিছু গবেষণায় দেখা গিয়েছে, গর্ভবতী অবস্থায় মহিলারা অ্যাসিটামিনোফেন (টাইলেনল, প্যারাসিটামলের মূল উপাদান) খান, এই ওষুধের সঙ্গে অটিজমের যোগ থাকতে পারে।” তবে ট্রাম্প এটাও স্বীকার করেন, এই ওষুধই যে অটিজমের কারণ, তা এখনও প্রমাণিত নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সে দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা। তাঁদের মতে ট্রাম্প যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।
