আমুদরিয়া নিউজ: এবার নিজেই দল কিনে ফেললেন ভারতীয় দলের তারকা ব্যাটার কেএল রাহুল। প্রো ভলিবল লিগে দল কিনেছেন তিনি। গোয়া গার্ডিয়ান্সের অন্যতম মালিক হয়েছেন তিনি। নিজেই নতুন দল কেনার কথা জানিয়েছেন রাহুল। তিনি বলেন, “ভারতের ভলিবলের মোড় ঘুরিয়ে দিয়েছে প্রো ভলিবল লিগ। এই লিগের প্রাথমিক লক্ষ্য হল ভলিবলকে দেশের প্রতিটা ঘরে পৌঁছে দেওয়া। সেই কাজে যু্ক্ত হতে পেরে ভাল লাগছে।” গোয়া গার্ডিয়ানস-এর প্রধান মালিক রাজু চেকুরি রাহুলের এই অংশীদারিত্বকে স্বাগত জানিয়েছেন। অক্টোবর মাসের ২ তারিখ শুরু হতে চলেছে প্রো ভলিবল লিগের চতুর্থ মরসুম। চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। সেখানেই খেলতে দেখা যাবে রাহুলের দলকে।