আমুদরিয়া নিউজ: রবিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর। সেই অধিবেশনের ফাঁকেই মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সোমবার মার্কিন সময় সকাল ১১ টা, অর্থাৎ ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে নিউ ইয়র্কে দেখা হবে দুই নেতার। রুশ তেল কেনায় ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ উচ্চ শুল্ক আরোপ এবং ভিসা নিয়ে বিতর্কের পর প্রথমবার বিদেশমন্ত্রী এস জয়শংকর বৈঠক করবেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে। বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয় সেদিকেই নজর থাকবে সব মহলের।
