আমুদরিয়া নিউজ: শুক্রবার একধাক্কায় H1B ভিসার দাম ১ লক্ষ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘দুর্বল’ বলে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধী তাঁর ২০১৭ সালের একটি পোস্টকে রিপোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছিলেন, ভারতে একজন দুর্বল প্রধানমন্ত্রী রয়েছেন। সেই পোস্টের উপরেই তিনি এবার লিখেছেন, আবার বলছি, একজন দুর্বল প্রধানমন্ত্রী রয়েছেন ভারতে। তার সঙ্গে ট্রাম্পের নয়া ভিসা নীতি নিয়ে একটি খবর যুক্ত করে দিয়েছেন রাহুল। রাহুলের পাশাপাশি প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘জন্মদিনে ট্রাম্প প্রশাসন আপনাকে যা উপহার দিয়েছে, তাতে ভারতীয়রা ব্যথিত।’ এইচ-১বি ভিসাটি ভারতীয়দের মধ্যে খুবই জনপ্রিয়। বহু ভারতীয় এই ভিসায় আমেরিকার বিভিন্ন সংস্থায় কাজ করছেন। সরকারি পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে আমেরিকায় এইচ-১বি ভিসার সবচেয়ে বেশি সুবিধাভোগী বিভিন্ন সংস্থায় কর্মরত ভারতীয় কর্মীরা।
