আমুদরিয়া নিউজ: রাত পোহালেই মহালয়া। গত কয়েক বছর ধরেই মহালয়ার আগে পুজো উদ্বোধন করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরও তার ব্যতিক্রম হল না। শনিবার হাতিবাগান সর্বজনীনের পুজোর উদ্বোধন করলেন তিনি। এদিন বৃষ্টি মাথায় নিয়েই হাতিবাগান সর্বজনীনের পুজো প্যান্ডেলে পৌঁছান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক অতীন ঘোষও। মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে বলেন, “আগামিকাল মহালয়ার তর্পণ হবে। মহালয়ার আগে আমি মাতৃমূর্তি উদ্বোধন করি না। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি।” এরপর একে একে হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
