আমুদরিয়া নিউজ: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জ়ুবিন গর্গের। গায়কের মৃত্যুতে শোকাহত সঙ্গীতমহল। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। দু’দিন আগে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডল থেকে সিঙ্গাপুরের বুকে আয়োজিৎ হওয়া চতুর্থ নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল নিয়ে প্রচার সেরেছিলেন জুবিন। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ছড়িয়ে প়ড়ল সেই ভিডিয়ো। সঙ্গীতশিল্পী সেই ভিডিয়োতে তাঁর অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ২০ ও ২১ সেপ্টেম্বর এই ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানে হিন্দি, বাংলা ও ইংরেজি গান গাইবেন বলে জানিয়েছিলেন তিনি। উত্তরপূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরা হবে বলেও তিনি জানিয়েছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস—সেই মঞ্চে আর ওঠা হল না তাঁর।