আমুদরিয়া নিউজ: দীপিকা পাড়ুকোনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। ছবির সিক্যুয়েলে দীপিকাকে দেখা যাবে কিনা সেই নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিলই। দীপিকার অনুরাগীরাও মুখিয়ে ছিল তাঁকে এই ছবির সিক্যুয়েলে দেখার জন্য। অবশেষে প্রযোজনা সংস্থার তরফে জানানো হল, সিকুয়েলে নেই দীপিকা। প্রযোজনা সংস্থা ‘বৈজয়ন্তী মুভিস’ সমাজমাধ্যমে একটি পোস্টে জানিয়েছে, “আমরা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করছি, ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলে দীপিকা থাকছেন না। দীর্ঘ আলোচনার পরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ সময় ধরে প্রথম ছবিটি তৈরি করার পরেও আমরা পরস্পরের সঙ্গে কাজ করতে ব্যর্থ হচ্ছি। এই ছবির সিক্যুয়েলে অভিনয় করার জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন। দীপিকার জন্যও আমাদের তরফে অনেক শুভকামনা রইল।” গত বছর ৮ সেপ্টেম্বর মা হন দীপিকা। তারপর থেকে তিনি সময় দিতে না পারায় ক্রমশ পিছিয়ে যাচ্ছিল ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলের কাজ। এই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা বলে অনুমান।