আমুদরিয়া নিউজ: আমিরশাহিকে হারিয়ে এশিয়া কাপের ‘সুপার ফোর’-এ নিজেদের জায়গা পাকা করে নিয়েছে পাকিস্তান। আগামী রবিবার আবার ভারতের মুখোমুখি হবেন সলমন আলি আঘারা। ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা জানিয়ে দিলেন, সুপার ফোরে যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখেন তারা। সলমন বলেছেন, “আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি। ভাল ক্রিকেট খেলাই আমাদের প্রধান লক্ষ্য। গত কয়েক মাস ধরেই ভাল ক্রিকেট খেলছি আমরা। যে কোনও দলের বিরুদ্ধেই ভাল খেলতে পারি।” যদিও আরব আমিরশাহির বিরুদ্ধেও সমস্যায় পড়ে পাকিস্তানের ব্যাটিং। ১২৮ রানে ৮ উইকেট হারায় পাকিস্তান। শেষদিকে শাহিন আফ্রিদির ১৪ বলে ২৯ রান পাকিস্তানকে ৯ উইকেটের বিনিময়ে ১৪৬ রানে পৌঁছে দেয়। কিন্তু বোলারদের দাপটে ৪১ রানে আরব আমিরশাহিকে হারিয়ে সুপার ফোরের ছাড়পত্র সংগ্রহ করে পাকিস্তান।