আমুদরিয়া নিউজ: সেনার পোশাক পরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ভয়াবহ ডাকাতি। মঙ্গলবার সন্ধ্যায় কর্নাটকের বিজয়পুরা শহরের ঘটনা। ব্যাঙ্কে ঢুকে কর্মীদের মারধর করে বেঁধে কোটি কোটি টাকা লুট করে পালায় ডাকাতদল। জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার আশপাশে ব্যাঙ্ক বন্ধ হওয়ার ঠিক আগে বিজয়পুরার এসবিআইয়ের শাখায় ঢুকে পড়ে দুষ্কৃতীরা। ব্যাঙ্ককর্মীদের দাবি, অভিযুক্তদের পরনে ছিল সেনার পোশাক। ব্যাঙ্কে ঢুকেই ডাকাতদলটি যে ক’জন কর্মী ছিলেন, সকলকে বেঁধে ফেলে। অভিযোগ, এর পর কয়েক মিনিট ধরে ব্যাঙ্কে কার্যত তাণ্ডব চালায় ডাকাতদলটি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, মোট ৫৮ কেজি সোনা এবং নগদ ৮ কোটি টাকা নিয়ে পালিয়েছে ডাকাতেরা। ঘটনার পর পুলিশ ডাকাতদলের ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র যাচাই করে দুষ্কৃতীদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।