আমুদরিয়া নিউজ: অনুদান বন্ধের অভিযোগে হার্ভাডের পর এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দায়ের মামলা দায়ের করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের লেবার ইউনিয়নের তরফে মামলাটি দায়ের করা হয়েছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং পড়ুয়াদের কণ্ঠ রোধ করতে চাইছে মার্কিন প্রশাসন। সম্প্রতি ক্যাম্পাসে ইজরায়েল বিরোধী প্রচার এবং প্যালেস্টাইনকে সমর্থনের জেরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৮৭৫৮ কোটি টাকা) জরিমানার কথা ঘোষণা করেছিল ট্রাম্প সরকার। তারপরই এই অনুদান বন্ধের অভিযোগ উঠল। যদিও ওই বিশ্ববিদ্যালয় এবং হোয়াইট হাউসের তরফে এই মামলা দায়ের করা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।
