আমুদরিয়া নিউজ: সম্প্রতি বিহারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি-র প্রয়াত মা হীরাবেনকে নিয়ে একটি এআই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে। যা নিয়ে বিতর্ক হয়। বুধবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল পাটনা হাইকোর্ট। গত ১০ সেপ্টেম্বর কংগ্রেসের বিহার শাখা ৩৬ সেকেন্ডের এই ভিডিও পোস্ট করেছিল, যেখানে ‘এআই জেনারেটেড’ লেখা ছিল। ভিডিওটিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তাঁর প্রয়াত মায়ের স্বপ্ন দেখছেন। স্বপ্নে তাঁর মা আসন্ন বিহার বিধানসভা নির্বাচন নিয়ে মোদীর রাজনৈতিক কার্যকলাপের সমালোচনা করছেন। এই ভিডিওর পালটা জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল পাটনা হাই কোর্টে। বুধবার সেই মামলার শুনানিতে পাটনা হাই কোর্টের প্রধান বিচারপতি পিবি বজন্থরী জানান, এই ধরনের ভিডিও অসম্মানজনক ও অপ্রীতিকর। ফলে এই ধরনের ভিডিও অবিলম্বে সোশাল মিডিয়া থেকে মুছতে হবে। এবং ভিডিও যাতে আর প্রচার না পায় সে বিষয়েও পদক্ষেপ নিতে হবে।
