আমুদরিয়া নিউজ: ধসে বন্ধ শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। রাজ্যের বাইরের বাজারে নিয়ে যেতে না-পেরে ট্রাকেই পচল ৭০০ কোটির আপেল! সপ্তাহ তিন আগে অতিবৃষ্টির কারণে ভূমিধসের পরই বন্ধ হয়ে যায় শ্রীনগর-জম্মু হাইওয়ে। তার পর থেকে উপত্যকার বাইরে আপেল পাঠানো বন্ধ। রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে একের পর এক ট্রাক। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ দিন হাইওয়ে বন্ধ থাকায় ট্রাকের মধ্যেই আপেল পচতে শুরু করেছে। ক্ষতির পরিমাণ সব মিলিয়ে প্রায় ৭০০ কোটি টাকা। স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, মরসুমে প্রতি দিন প্রায় ১,০০০ ফলের ট্রাক কাশ্মীর থেকে রাজ্যের বাইরে যায়। বর্তমান পরিস্থিতিতে বিকল্প উপায় হিসাবে ট্রেন পরিষেবা চালু করেছে কেন্দ্র। যদিও তা পর্যাপ্ত নয়। ট্রাকে করে যে পরিমাণ ফল বাইরে পাঠানো সম্ভব হয়, তা ট্রেনে সম্ভব নয়। ভারতের মোট আপেল যোগানের ৮০ শতাংশ উৎপাদিত হয় ভূস্বর্গের গ্রামগুলিতে। লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা নির্ভর করে আপেল চাষের উপর। বর্তমান পরিস্থিতিতে চাষি থেকে ব্যবসায়ী সঙ্কটে পড়বে বহু পরিবার। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রের কাছেও অবিলম্বে হাইওয়ে চালুর দাবি জানাচ্ছেন ফল ব্যবসায়ীরা।
