আমুদরিয়া নিউজ: উৎসবের মরশুমে একাধিক দ্রব্যের দাম কমানোর ঘোষণা করল মাদার ডেয়ারি। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে। দুধের দাম লিটার প্রতি ২ টাকা কমানোর কথা ঘোষণা করেছে সংস্থা। তবে রেগুলার পাউচ দুধের দাম কমছে না। কারণ এটি সর্বদা জিএসটি মুক্ত ছিল। এই হার আল্ট্রা হাই টেম্পারেচার (UHT) দুধের ক্ষেত্রে প্রযোজ্য। যেখানে এক লিটার টোনড টেট্রা প্যাক দুধের দাম ৭৭ টাকা থেকে কমিয়ে ৭৫ টাকা করা হয়েছে। শুধু দুধ নয়, পনির, মাখন, পনির, ঘি, মিল্কশেক এবং আইসক্রিমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যেরও দাম কমাচ্ছে মাদার ডেয়ারি। উল্লেখ্য, বর্তমানে ৫০০ গ্রামের মাখনের প্যাকেটের দাম ৩০৫ টাকা। যা কমে দাঁড়াবে ২৮৫ টাকা। পাশাপাশি বাটারস্কচ কোন আইসক্রিমের দাম ৩৫ টাকা থেকে কমে ৩০ টাকা হয়েছে। সম্প্রতি জিএসটি-তে বড় বদল এনেছে কেন্দ্রীয় সরকার। তারপরই নিজেদের পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিল মাদার ডেয়ারি।
