আমুদরিয়া নিউজ: নিয়োগ দুর্নীতির আরও এক মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের দায়ের করা মামলায় মঙ্গলবার তাঁকে ৯০ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। তবে এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না। কারণ এখনও হাইকোর্টে ঝুলে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই পার্থের দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একগুচ্ছ মামলা ছিল। প্রায় প্রত্যেকটিতেই ইতিমধ্যে জামিন পেয়েছেন তিনি। এখন পর্যন্ত ঝুলে রয়েছে প্রাথমিকের মামলা। সেই মামলায় জামিনের জন্য ইতিমধ্যেই হাইকোর্টে আবেদন করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই আবেদনের ভিত্তিতে শুনানিও শেষ হয়ে গিয়েছে। তবে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। সেই মামলায় জামিন পেলে তবেই প্রাক্তন শিক্ষামন্ত্রী কারাগার থেকে বেরতে পারবেন।
