আমুদরিয়া নিউজ: ৬ বছর পর ফের সিএবি সভাপতি পদে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার সিএবি নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সভাপতি পদে কোনও বিরোধী মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার শীর্ষ পদে ফিরছেন সৌরভ তা নিশ্চিত। আগামী ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সৌরভের প্যানেলও চূড়ান্ত হয়ে গিয়েছে। রবিবার মনোনয়ন জমা দেওয়ার পর মহারাজ বলেন, “নির্বাচনের জন্য আমি গত দেড় বছর ধরে বাংলার বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা সবাই এক। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি’র সভাপতি ছিলেন সৌরভ। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন। যে পদে তিনি ২০২২ পর্যন্ত ছিলেন।