আমুদরিয়া নিউজ: আত্মসমর্পণ করলেন নিহত মাওবাদী শীর্ষ নেতা কিষেণজির স্ত্রী পোথুলা পদ্মাবতী। সংগঠনে তিনি কল্পনা ও সুজাতা নামেও পরিচিত। পদ্মাবতী ও তাঁর তিন মহিলা সঙ্গী শনিবার তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। তেলেঙ্গানা পুলিশ পদ্মাবতীর আত্মসমর্পণকে “নৈতিক জয়” বলে অভিহিত করেছে। পুলিশ জানিয়েছে, শুধুমাত্র ২০২৫ সালেই ৪০৪ জন মাওবাদী ক্যাডার আত্মসমর্পণ করেছেন। ২০১১ সালে পশ্চিমবঙ্গে এক এনকাউন্টারে কিষেণজি নিহত হন। এরপর থেকেই দলে সক্রিয় হয়ে ওঠেন সুজাতা। বিভিন্ন রাজ্যে তাঁর বিরুদ্ধে মোট ১০৬টি মামলা দায়ের করা হয়েছে।
